মোহাম্মদ বাবুল হোসেন ;
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো এবং হত্যার হুমকি দিয়েছে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। গত ১৯ মে শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগড় ও জেলা বিএনপি’র রাজনৈতিক কর্মসূচিতে এমন হুমকি দেন ওই বিএনপি নেতা। পরে রোববার (২১ মে) হুমকি সম্বলিত ওই বিএনপি নেতার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরই প্রতিবাদে পঞ্চগড় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। বিএনপি-জামাতের দেশব্যাপী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতির প্রতিবাদ জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এ সময় আনোয়ার সাদাত সম্রাট তার বক্তব্যে জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের প্রানের নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নেত্রীর যদি কিছু হয় পঞ্চগড়ে জেলা আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মী ঘরে বসে থাকবেনা।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, নাইমুজ্জামান ম্ক্তুা, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল ও বিপেন চন্দ্র রায়, উপ-দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল সহ জেলা থানা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতা কর্মী মিছিল প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।