আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহব্যাপি ই – স্মার্টভূমি সেবা – ২০২৩ কার্যক্রমে ব্যাপক সাড়া দিচ্ছেন ভূমি মালিকগণ ।
ভূমি সেবা – গত ২২মে হতে ২৮মে-২০২৩ পর্যন্ত সারা দেশের মতো সিরাজগঞ্জ সদর উপজেলা অফিস প্রাঙ্গনে চলমান রয়েছে । স্মার্টভূমি সেবার মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান পোর্চা, জমির নকশাসহ সকল প্রকার কাজ অনলাইনে ঘরে বসে আবেদন করেই খুব সহজেই সেবা প্রদান করা হচ্ছে বলে সিরাজগঞ্জে সদর উপজেলা ভূমি সহকারি কমিশনার এস.এম.রকিবুল হাসান।
তিনি বলেন, ভুমি বিষয়ক সকল প্রকার সেবা এখন থেকে অনলাইনে ই সেবার আওতায় ভৃমি মন্ত্রণালয় কর্তৃক সারা দেশে ভৃমির সেবা গ্রহণকারীগন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ভৃমির যাবতীয় তথ্য জানতে পারবে। এতে করে ভূমি সেবার মান ও সহজতর হয়েছে।ফলে খুব সহজেই ভৃমিসেবা পেতে আর কোনো হয়রানির শিকার হতে হবেনা।
গত২২মে সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলাভূমি কার্যালয় ষ্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩এর শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।বিশেষ অতিথি ছিলেনজেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলবিপিএম(বার) পিপিএম(বার),অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব ) মোঃ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতেরাব্বী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির জেলা সভাপতি মোঃ হাছান আলী , সিরাজগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভূমি সেবা সপ্তাহ ২০২৩ইং আগামী ২৪মে পর্যন্ত সেবা গ্রহণকারীদের প্রায় ২৭৮জন অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন বলে জানা যায়। আগামী দিনে আরো অনেক সেবা গ্রহণকারী করপ্রদানসহ অন্যান্য সেবা নিবে বলে আশাবাদী কতৃপক্ষ। কেননা এখন থেকে অনলাইনে যেকোনো স্হান থেকে ই ষ্মার্ট ভূমি সেবা পেতে কোন অসুবিধা নেই এমনকি এ চালু হওয়ায় ভূমি সেবা গ্রহণকারীরা ইচ্ছা মত ভূমি সকল তথ্য জানতে পারছেন ও সংগ্রহ করতে ও করপ্রদানে ও নামজারি খতিয়ানসহ প্রকার কাজে সংশ্লিষ্ট দপ্তরের সকলেই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট বলে সেবা গ্রহণকারীরা আশাবাদী। সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় ষ্মার্ট ভূমি সেবায় নিয়োজিত অত্রদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,ই-নামজারি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মিলন সরকারসহ পৌর ভূমি অফিসের সকল কর্মকর্তাগন ই-ষ্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালনে অত্যান্ত আন্তরিক তার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে অনেক ভূমি সেবা গ্রহণকারীরা সন্তুষ্টি প্রকাশ করেছে।