আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ,-৩ (সদর – কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আধুনিক সিরাজগঞ্জের রূপকার বিচক্ষণ ব্যক্তিত্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগের সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়ে দেশে-বিদেশে সুনাম অর্জন করছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আশাবাদী যে , আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। সিরাজগঞ্জের সকল প্রকার উন্নয়নের তথ্য চিত্র এখন দৃশ্যমান। শিয়ালকোলে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল করা হয়েছে। সয়দাবাদে মেরিন একাডেমি , ট্রমা হাসপাতাল নির্মাণ করা সহ ইকোনমিক জোনে কাজ চলছে, কালিয়া হরিপুর ইউনিয়নে শিল্পপার্ক করা হচ্ছে এখানে লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও এবং সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলায় অসংখ্য স্কুল- কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান , সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান করা হয়েছে। বিভিন্ন এলাকার সড়ক, ব্রীজ নির্মাণ করা হয়েছে আগামীতে ও আরো উন্নয়ন করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই নৌকা প্রতিকে ভোট দিলে আবারও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হয়ে চতুর্থ বারে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।
উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। তিনি বক্তব্যে বলেন, শিয়ালকোল ইউনিয়নের উন্নয়নের জন্য নাগরিক সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দবন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা প্রমুখ।
অনুষ্ঠানে বাজেট ঘোষণা প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও প্রাক সম্ভাব্য বাজেট (২০২৩-২৪ ইং অর্থ বছরের)
৫ ‘কোটি ৩৩’ লক্ষ ৯৭’হাজার ৪’শত ৭২ টাকার ঘোষণা করেন, উক্ত ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওমর ফারুক তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম।
উন্মুক্ত বাজেট আলোচনায় মতামত ব্যক্ত করেন, উক্ত ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস , বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জামাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল, ইউপি সদস্য এস. এস. রুহুল আমিন সজল, মোঃ আব্দুল মুন্নাফ খোন্দকার , নারী নেত্রী হনুফা খাতুন, মোছাঃ জুলেখা পারভীন বিশিষ্ট সমাজসেবক প্রবীণ রাজনীতিবিদ আবুল হোসেন প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম শেখ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মুক্তার হোসেন, মোঃ হযরত আলী, মোঃ মাসুদুর রহমান মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ছানোয়ার হোসেন, মোছাঃ রেহানা খাতুন, মোছাঃ ফরিদা খাতুন, মোছাঃ তারা বানু বেগম, ইউনিয়ন হিসাব সহকারী মোঃ ইনামুল হক সহ অন্যান্য কর্মকর্তা, গ্রামপুলিশ গন, স্থানীয় কৃষক , ব্যবসায়ী, ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত, ছাত্র-ছাত্রীরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।