নওগাঁয় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

রাজশাহী

নওগাঁ প্রতিনিধি:–  নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন মাঠে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়   ফিতা কেটে ও পেস্টন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস নামের একটি সংগঠন মাসব্যাপী এ মেলার আয়োজন করছে। মেলার উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস জাতীয় সমন্বয়কারী  অনিতা দাস গুপ্তার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে   নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছিম আহমেদ,  জেলা প্রশাসকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন নওগাঁ বিসিকের উপ-ব্যবস্থাপক শামীম আক্তার মামুন,তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি- গ্রাসরুটস  নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী মর্জিনা লাকি প্রমূখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ মেলায় ৩৫টি স্টলে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্পের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় আগত দর্শনার্থীদের বাইরের টিকিট কাউন্টার থেকে ১০টাকার প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে। তবে উদ্বোধনী দিনে কোনো প্রবেশ মূল্য ছিল না। সবার জন্য উন্মুক্ত ছিল মেলা প্রাঙ্গণ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শণী স্টল ছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলাসহ মজার অনেক রাইড রয়েছে। মেলা প্রাঙ্গণে মূল ফটকের পাশেই রয়েছে মনোরম ফোয়ারা। মেলার মধ্যস্থলে তৈরি করা হয়েছে মেলার আয়োজক সংগঠনের কার্যালয়।

মেলায় আসা পণ্যের মধ্যে রয়েছে, ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্পজাত পণ্য, গৃহস্থালী, বৈদ্যুতিক সামগ্রী, জুতো, বাহারি আচার, প্রসাধনী, নারীদের ইমিটেশন গয়না, কুটির শিল্পের পণ্য ইত্যাদি। মেলা প্রাঙ্গণের বাইরে মুক্তির শহীদ মিনার ও জিলা স্কুল সংলগ্ন ফাঁকা স্থানে বসেছে নানান ধরণের খাবারের দোকান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *