আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ “ মম বাঁশরীতানে পাশারি, আমি শ্যামের হাতের বাঁশরী, আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশে ছাপিয়া ——।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মোৎসব উপলক্ষে সপ্তাহব্যাপ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে র্যালি প্রদর্শন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও নজরুল একাডেমি সিরাজগঞ্জের আয়োজনে
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের শহরের শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে সন্মুখ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যা সাতটায় উক্ত অডিটোরিয়ামে আলোচনা সভা ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি বলেন , বাংলা ভাষার ও সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ কাজী নজরুল ইসলাম। তার নামে সঙ্গে যুক্ত রয়েছে ‘বিদ্রোহী কবি’ ‘ প্রেমের কবি ‘ সাম্যর কবি ‘ সহ নানা অভিধান। ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায ভূষিত করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ‘চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’কে সামরিক সংগীত হিসেবে নির্বাচিত করে তাকে সন্মানিত করা হয়।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম. রকিবুল হাসান, এনডিসি রিদওয়ান আহমেদ রাফি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ কে.এম. হোসেন আলী হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার, নাট্য ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা প্রমুখ।
অনুষ্ঠান সফল করতে স্বাগত জানান , নজরুল একাডেমি সিরাজগঞ্জের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবীর মিঠু।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, নজরুল একাডেমি সিরাজগঞ্জের কর্মকর্তারা ও সদস্যরা এবং গুণীজন, সুধীজন, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।