1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
শিরবাম:
তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল লক্ষ্মীপুরে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে উল্লাপাড়া   উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত  আশুলিয়ায় যুগান্তর পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কিশোরগঞ্জের তাড়াইল থানার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সাব্বির রহমান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১জন দগ্ধ, শিউলি নামের একজনের মৃত্যু উলিপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ১১জন দগ্ধ! বার এডভোকেটস ক্লার্ক এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রফিক ও সম্পাদক মামুন! বিদ্যুতায়িত মারা গেল নিশা, রাফসিও সংকটাপন্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল লক্ষ্মীপুরে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ Time View

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুর জেলায় শহর ঘিরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নবগঠিত কমিটির জেলা আহ্বায়ক আরমান হোসাইন, মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসাইন রিমন, আলমগীর হোসেন, পিংকি পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব নাজিমুদ্দিন জাদরান, জান্নাতুন নাইমা, জাতীয় নাগরিক কমিটির সদস্য আব্দুল হামিদ খান, রায়পুর উপজেলা প্রতিনিধি আব্দুল মোতাল্লেব, ওসমান গনী, রামগঞ্জ প্রতিনিধি ইসমাইল রাফি, রামগতি প্রতিনিধি আদনান মাহমুদ, কমলনগর প্রতিনিধি আকলাম হেসেন জিসান প্রমুখ।

মিছিল শেষে নতুন কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে ভরণ করে নেন ছাত্র-জনতা।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন বলেন, জুলাই-আগস্টে যারা মাঠে ছিলেন, তাদের দিয়ে এই কমিটি করা হয়েছে। সকলের সমন্বয়ে এটি একটি চমৎকার কমিটি হয়েছে। আগামীতে এই কমিটির মাধ্যমে ছাত্র-জনতা তাদের অধিকারের জন্য কাজ করেজাবর বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ছাত্র জনতা এ লক্ষ্মীপুর জেলাকে ঘুচাবে। এ লক্ষ্মীপুর বাসিকে ভালো কিছু উপহার দিবে।

প্রসঙ্গত ১৬ ফেব্রুয়ারি রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসাইনকে আহ্বায়ক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৬ মাসের জন্য ২৩৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews