টঙ্গী, গাজীপুর ৯ মে,
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ছাত্র ও জনতার অংশগ্রহণে টঙ্গী কলেজ গেট এলাকায় শান্তিপূর্ণভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। সন্ধ্যা ৯টার দিকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মাইক নিয়ে স্লোগান দিতে দিতে রাস্তার মাঝখানে বসে অবরোধ শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, “আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করছে। অবিলম্বে এই দলে নিষেধাজ্ঞা দিতে হবে।”
তাদের স্লোগানে গর্জে ওঠে—“একদলীয় শাসন চলবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করো,” “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও” প্রভৃতি।
পথচারী ও যানবাহনের চালকেরা জানান, সড়কে বসে থাকা এবং মাইকে স্লোগানের কারণে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এখন পর্যন্ত কোনো ধরণের শক্তি প্রয়োগ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।