প্রতিবেদক: আনোয়ার হোসেন, যশোর
ভারতের গণমাধ্যমগুলো এখন দায়িত্বশীল সাংবাদিকতা থেকে সরে গিয়ে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোঃ শফিকুল আলম। তিনি বলেন, “ভারতের গণমাধ্যমগুলো গায়ের জোরে কথা বলে, নাটক তৈরিই তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, তাদের তথাকথিত ‘রেসপন্সিবল মিডিয়া’ আদৌ কতটা ভালো সাংবাদিকতা করছে।”
গতকাল শনিবার (১০ মে) বিকালে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে আগমন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব আরও বলেন, “বাংলাদেশের গণমাধ্যম ভারতের কিছু অংশে বন্ধ করা হয়েছে, কারণ বাংলাদেশের মিডিয়া ফ্যাসিস্টের পতনের কথা বলেছে—এতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা পাল্টা ব্যবস্থা নিতে চাই না, কারণ আমাদের গণমাধ্যমগুলো অনেক বেশি দায়িত্বশীল ও ভালো সংবাদ পরিবেশন করে।”
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি একজন ফ্যাসিস্ট ছিলেন। তার দেশত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। যাঁরা এতে সহায়তা করেছেন, তাঁদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হবেই। এ বিষয়ে স্টেটমেন্টের বাইরে আমার কিছু বলার নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক, বাসসের বিশেষ প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এসএম রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাতুন।
প্রধান অতিথিসহ আগত অতিথিদের লাল গালিচা সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনগণ ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।