কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল রোববার দুপুরে একটি বিলে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলার আটাবহ ইউনিয়নের গোসাত্রা এলাকার বিলে এ অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৬টি অবৈধ চায়না দোয়ানী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে আটাবহ ইউনিয়নের গোসাত্রা বিলে বিভিন্ন সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরে আসছে মৎস্য শিকারীরা। গতকাল রোববারও ওই এলাকার বিলে অবৈধ চায়না দোয়ানী জাল দিয়ে মৎস্য শিকারী মাছ ধরছিল। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে দুপুরে ওই এলাকার বিলে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযান চালিয়ে ৬টি অবৈধ চায়না দোয়ানী জাল জাল জব্দ করা হয়। প্রায় ৫শ মিটার জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় স্থানীয় লোকজনকে মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা মুলক বিভিন্ন দিক-নির্দেশনা দেয় মৎস্য দপ্তরের কর্মকর্তারা। অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কর্মকর্তা মুসলেউদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর জুয়েল রানাসহ আরো অনেকে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।