আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ
বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃক
প্রকাশিত বিদ্যালয় বার্ষিকী-২০২৩ “আলো মিছিল” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে স্কুলের বিএনসিসি দল অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করার জাতীয় সংগীত পরিবেশন করার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
ম্যাগাজিন “আলোর মিছিল” এর মোড়ক উন্মোচন করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ অক্টোবর) বিকেল ৩ অত্র বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে ‘আলোর মিছিল ” ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক থানা শিক্ষা অফিসার মোঃ আব্দুল করিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাহবুবে -এ- খোদা টুটুল, স্কুলের প্রভাতী শাখা সহকারী প্রধান শিক্ষক অতুল চন্দ্র সেন, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম খান, সিনিয়র শিক্ষক সনাতন দাস, মহসীন নুরী, প্রধান শিক্ষকের সহধর্মিণী মোছাঃ সাবিনা ইয়াসমিন, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুছ ছালাম প্রামাণিক।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম, প্রদীপ কুমার মাহতো, সুভাষ কুমার মাহতো, সালেহা খাতুন,শারমিন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় বার্ষিকী -২০২৩ “আলোর মিছিল ” এর সম্পাদনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান এবং সহযোগী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
এ আলোর মিছিল ম্যাগাজিনে লেখা রয়েছে স্কুলের ইতিহাস, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রবন্ধ, গল্প, কবিতা এবং স্কুলের সহশিক্ষা কার্যক্রমগুলো সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে ছাত্রদের জন্য গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ পরিবেশন করা হয়।