নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলে আটক


সকালের বাংলা প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ৫:১৭ পূর্বাহ্ন / ৩৩৪
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলে আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে সাত জেলেকে আটক করা হয়।

এ সময় তিনটি মাছ ধরার নৌকা, দুইশত পচাশি কেজি ইলিশ এবং পাঁচ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল ও নৌকার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

সোমবার (৩০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধারকৃত জাল মজুচৌধুরী হাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করে। ইলিশ স্থানীয় অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটককৃত সাত জেলেকে তিন হাজার টাকা করে মোট একুশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা কালেক্টরেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মজুচৌধুরী হাট কন্টিনজেন্ট কমান্ডার এম মোকসেদুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়াজ্জামান প্রমুখ।