মোঃ আবুল কাশেমঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভাই-বোনসহ সর্বোচ্চ সম্মানিত নেতাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন । মনোনয়নপ্রত্যাশী সহোদর হলেন বর্তমান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক রুমানা আলী এবং তাঁর বড় ভাই গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান।
এর মধ্য দিয়ে মনোনয়নযুদ্ধে অবতীর্ণ হলেন দুই ভাই-বোন। তাঁরা প্রয়াত প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য রহমত আলীর সন্তান। একই সংসদীয় এলাকা থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল ও আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান। গত রোববার রুমানা আলী আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম জমা দিয়েছেন। অপর দিকে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জামিল হাসানের অনুসারী নেতাকর্মীরা বলেন, সোমবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে জামিল হাসানের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দলীয় একাধিক সূত্র জানায়, ২০২০ সালে রহমত আলী মারা যান। তাঁর জীবদ্দশায় ২০১৮ সালে ওই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। পরে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন রহমত আলীর ছোট মেয়ে রুমানা আলী টুসি। প্রায় পাঁচ বছর ধরে নির্বাচনী এলাকায় নিজের বলয় তৈরি করেন তিনি। তাঁর বড় ভাই জামিল হাসানও রাজনীতির মাঠে সক্রিয় থেকে নিজের আলাদা একটি বলয় তৈরি করেন। বিগত দিনগুলোতে দুই ভাই–বোন আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন। দুই ভাই–বোনের আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের পর এবার মনোনয়ন কেনার বিষয়টি নিয়ে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন।
গত শনিবার মনোয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া হয়। মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে।