বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ। সভাপতিত্ব করেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ- উস-সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক উম্মে তাসলিমা ছবি।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে ও ভালো কাজ করতে উৎসাহিত করতে হবে। নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও চেতনা উদ্বুদ্ধকরণ করতে হবে।
আলোচনা সভা শেষে কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগন সহ কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেদ খান, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ সহ ছাত্রীলীগের নেতাকর্মীরা ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে।