তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে স্বচ্ছ, সুন্দর হয় সেজন্য নির্বাচনের পূর্ব হতে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময়ে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিএম (বার), সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম. সোহেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর, জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র( ১) মোঃ নূরুল হক, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ ফারুক আহামেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, সকল উপজেলা নির্বাহী অফিসারগণ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন তথ্য -উপাত্ত উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির। অনুষ্ঠান পরিশেষে, জেলা প্রশাসকের পক্ষ হতে এবং পুলিশ সুপার পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্মারক সন্মাননা প্রদান করা হয়।
এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।
দুপুর ২ টার দিকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবের দ্বিতীয় তলার সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন।