সলঙ্গায় ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে  ৩ কিলোমিটার সড়কের পাশে ফলজ ও ভেষজ  বৃক্ষরোপন রোপণ 


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ১:০৪ অপরাহ্ন / ২০৫
সলঙ্গায় ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে  ৩ কিলোমিটার সড়কের পাশে ফলজ ও ভেষজ  বৃক্ষরোপন রোপণ 

আজিজুর রহমান মুন্না,  সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে  বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে বৃক্ষের  চারা রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর -২০২৩) বেলা ১১ টার দিকে সলঙ্গার   চক চৌবিলা কবরস্থান থেকে শুরু করে চৌবিলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার পাশে ৫’শতাধিক ফলজ ও ভেষজ  বৃক্ষের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন উপলক্ষে এক  সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন,  ভাটারা থানা কৃষকলীগের সভাপতি আমিনুল ইসলাম জাকির এবং সঞ্চালনায় ছিলেন, ইয়াং জেনারেশন ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক আলাউদ্দিন মন্টু।
এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।

বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন-উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদ বিন খলিল রাহাত, শাহাবুদ্দিন আহমেদ, সোহেল আরমান, রফিকুল আলম, হারুন অর রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কে নিয়ে চক চৌবিলা কবরস্থান থেকে শুরু করে চৌবিলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার পাশে ৫’শতাধিক ফলজ ও ভেষজ  গাছের চারা রোপন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  ইয়াং জেনারেশন ক্লাবের উপদেষ্ট মোঃ নজরুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, বেলাল ফকির, জুয়েল রানা,গোলবার হোসেন সহ অন্যান্যরা ।