বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে যথাযথ মর্যাদার সাথে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আজ সকালে ৮৯ নং কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্লোগানে মুখরিত ছিল ছাত্র-ছাত্রীরা। ৮৯ কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯ নং ওয়ার্ড শ্রীপুর পৌরসভা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন রচনা প্রতিযোগিতা আলোচনা ও দোয়ার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জনাব কামরুল ইসলাম সভাপতি ৮৯নং কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। একুশে ফেব্রুয়ারি সম্পর্কে বিশেষ আলোচনা করেন ফরিদা ইয়াসমিন প্রধান শিক্ষিকা ৮৯ নং কেওয়া পশ্চিম খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়। আর বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আবুল কাশেম সহ-সম্পাদক জাতীয় দৈনিক চৌকস পত্রিকা ও সহকারী শিক্ষক মোঃ আরশাফ এবং ছাত্র-ছাত্রীরা । সভাপতির পক্ষ থেকে প্রতিযোগীদের মধ্যে মহামূল্যবান গাছ পুরস্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও অভিভাবক কমিটির সকল সদস্য এবং সাংবাদিক সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।