গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের তামিল নাডু থেকে ভারতীয় ২টি ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয় এ বন্দর দিয়ে। প্রতি মেট্রিক টন নারিকেল ৩০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত টেড্রাস নামে একটি প্রতিষ্ঠান নারিকেলগুলো আমদানি করেন।
হিলি স্থরবন্দর আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারিকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাডু থেকে ভারতীয় দুইটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে। বন্দরের কার্যক্রম শেষে করে এইসব দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।
হিলি স্থলবন্দরের কাষ্টমস রাজস্ব কর্মকর্তা বলেন, প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি হচ্ছে। বৃহস্পতিবার ভারতীয় ২ ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি হয়েছে।