সিরাজগঞ্জে যমুনা নদীর জাটকা ইলিশ মাছ জব্দ এতিমখানায় বিতরণ। 


সকালের বাংলা প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৪, ১:৪০ অপরাহ্ন / ২৬৭
সিরাজগঞ্জে যমুনা নদীর জাটকা ইলিশ মাছ জব্দ এতিমখানায় বিতরণ। 
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদরের চায়না বাঁধ-৪ হতে ৩৩২ কেজি যমুনা নদীর টাটকা জাটকা ইলিশ মাছ  জব্দ করার পর  ৪ টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে ।
শুক্রবার  ভোরে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে যমুনা নদীর তীরে চায়না বাঁধ-৪ এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সর্বমোট ৩৩২ কেজি নিষিদ্ধ জাটকা মাছ সহ ১১ জনকে আটক করা হয়।
ভবিষ্যতে আর কখনও জাটকা মাছ ধরবেনা ও বিক্রি করবে না মর্মে আটককৃতদের ছেড়ে দেয়া হয় এবং আটককৃত জাটকা মাছ ৪ টি এতিমখানা মাদ্রাসায় (মালশাপাড়া কবরস্থান, পাইকপাড়া, চরবনবাড়িয়া ও কাশিয়াহাটা -চাকুলী) বিতরণ করা হয়।
পরবর্তীতে চায়না বাঁধ-৪ সংলগ্ন যমুনা নদী হতে অবৈধ কারেন্ট জাল আটক ও আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
উক্ত অভিযানকালে আরো  উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা  মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী  মোঃ গোলাম রাব্বি এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের অফিসার-ইন-চার্জ  মোঃ সোহরাব হোসেন ও তাঁর টিম।