কবিতা, নারী
নারী তোমার গর্ভে,
ছিলাম যেন স্বর্গে।
ক্লেশে পূর্ণ দশ মাস,
তুমি করেছিলে হাসফাস।
যখনই দেখেছি পৃথিবীর আলো,
তোমার বদনখানি হয়ে গেছে ভালো।
করেছো অসম্ভব যত্ন,
শুধু ভালো রাখতে রত্ন।
নারী মা, নারী স্ত্রী, নারী বোন,
নারী ছাড়া চলতে পারে কোনজন?
নারী ছাড়া নরের জীবন,
লবণ ছাড়া তরকারির মতন।
নারীকে করি সম্মান,
যেন তাদের মুখ থাকে অম্লান।
লেখক: মোঃ আক্তার হোসেন (সাংবাদিক)
দপ্তর সম্পাদক,সিলেট বিভাগীয় প্রেসক্লাবে