1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরবাম:
অবৈধ ক্যাফেইন যুক্ত রেড ব্লু এনার্জি ড্রিংক দেশের খোলা বাজারে বিক্রি যেন দেখার কেহ নাই পাবনার সাঁথিয়ায় ধানক্ষেত থেকে একজনের গলাকাটা লাশ উদ্ধার! সাবেক এমপি পিংকুসহ ৫’শ ১৩ জনের বিরুদ্ধে মামলা প্রবীণ রোকন শামসুন্নাহার পেয়ারার মৃত্যুতে জেলা জামায়াতের শোক লক্ষ্মীপুর জেলায় পৌর আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ গ্রেপ্তার সাভারে বহুল আলোচিত শিক্ষার্থী রোহান হত্যা মামলা ৩বছর পর সিআইডিতে হস্তান্তর! Pp সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে পবিত্র  ঈদে মিলাদুন্নবী ( সাঃ)  উপলক্ষে আলোচনা, হামদ-নাত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি—রপ্তানি বন্ধ নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত বিচারপ্রার্থীর সাথে আ’লীগ মেয়রের পরকীয়া, অন্তঃসত্ত্বা, অতঃপর…. 

সাভারে সাংবাদিকের উপর নৃশংস হামলার ঘটনায় থানায় মামলা-দুইজনকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৮৩ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারে দ্যা ডেইলি স্টার পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট ও নাগরিক টেলিভিশন এর সাভার প্রতিনিধি সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। এর আগে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

 

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এর আগে গতকাল রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন-নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তারা দু’জনই সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাস করতেন। মূলত এই দু’জন ঘটনার দিন সাংবাদিকের ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন বলে ভুক্তভোগী সাংবাদিক জানান।

 

উক্ত মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মে ২০৩৪ইং সাভার কাতলাপুরের বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক আকাশ। সেখানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বের করে দিয়ে দখলের পর সিসি ক্যামেরা ভাঙচুর করে দখলকারীরা। এসময় সিসি ক্যামেরা ভাঙচুরের ভিডিও ধারণ করায় দখলকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর অতর্কিত নৃশংস হামলা চালিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল চিকিৎসার জন্য নেওয়া হয়, তারপর আহত সাংবাদিক আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় সাংবাদিক আকাশের শরীরের অবস্থা ভালো না এবং চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়।

 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ গণমাধ্যমকে বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলে দ্রুত গতকাল রাতেই দুইজনকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews