নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় লিল্ ফুকারা-ই- ওয়াল মাসাকীন এর উদ্যোগে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) বিকেল ৫ টায় নওগাঁ সদর উপজেলার নামাজগড় হাজীপাড়ায় সুবিধা বঞ্চিত ১০ পরিবারে ১০টি সেলায় মেশিন প্রদান করা হয়েছে। উক্ত সেলায় মেশিন বিতরন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাওঃ ক্বারী আবু দাউদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নামাজগড় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ পিএম আদম আলী। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জজকোর্ট এর আইনজীবী ও উক্ত সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ আব্দুর রহিম, ফতেপুর স্কুল শিক্ষক মেহেদী হাসান, সংগঠনের সহ সভাপতি মানিক হোসেন। সংগঠনের নির্বাহী সদস্য রেজওয়ান হোসাইন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী মাহমুদুল হক, সানলাইট স্কুল পরিচালক আব্দুর রহিম স্বজল প্রমূখ। উল্লেখ্য যে, ইতিপূর্বে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে সেলায় মেশিন, টিন ক্রয়, চিকিৎসা, কন্যাদায়গ্রস্থদের সহায়তা, গ্যাসের চুলা ইত্যাদি প্রায় ৩ শতাধিক পরিবারে ৩২০০০০ টাকা সহযোগিতা করা হয় সংগঠনটি থেকে।