1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
শিরবাম:
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে আইনজীবী হত্যা বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুরে ৮ মাসেই কোরআনে হাফেজ শিশু ওমর রাণীশংকৈলে আমন ধানের বাম্পার ফলন ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল গ্রেপ্তার সিরাজগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত  কোডেকের উ‌দ্যোগে কৃষি উপকরণ বিতরণ রতনকান্দি ও বাগবাটি ইউপিতে সঠিকভাবে খাদ্যবান্ধব চাল বিতরণ জন্য পরিদর্শন করেন,জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা  রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  ২ নং গাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কতৃক আলোচনা সভা।

বন্যার্তদের পাশে নৌ-পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

 

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ভূ-খন্ড থেকে সস্পূর্ণ বিচ্ছিন্ন মেঘনা নদীবেষ্টিত দুর্গমচর চর আবদুল্যাহ ও বড়খেরী ইউনিয়নের বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বড়খেরী নৌ পুলিশ।

 

আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নি:) ফেরদৌস আহম্মদের নেতৃত্বে শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

 

প্রাকৃতিক দুর্যোগকবলিত দুর্গম চরাঞ্চলের মানুষজন নৌ-পুলিশের এমন খাদ্য সহায়তা পেয়ে দারুণভাবে খুশি হয়েছেন ওখানকার মানুষ।

 

এছাড়াও বড়খেরী নৌ পুলিশের পক্ষ থেকে মেঘনার পাড়ের কয়েকটি জায়গায় বন্যাদুর্গত মানুষের জন্য একইভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়।

 

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নি:) ফেরদৌস আহম্মদ জানান, মেঘনা নদীতে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো দুর্যোগে উপকূলের অসহায় ও দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে আছে এবং থাকবে নৌ পুলিশ। বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাধারণ পোশাকে নজরদারি রয়েছে। এজন্য চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিয়ত প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

 

উল্লেখ্য: দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৭৭ উপজেলার ৫’শ ৮৪টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্থ হয়েছে। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন ওই ১১ জেলার ৪৪ লাখ ৯৭ হাজার ৫’শ ৩৫ জন। পানিবন্দি হয়ে পড়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬’শ ২৯ পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews