ঢাকাTuesday , 27 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৯৯০ পিস নেশা জাতীয় ইনজেশকনসহ দুই নারী আটক ! 

সকালের বাংলা
August 27, 2024 1:22 pm
Link Copied!

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৯৯০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারীকে আটক করেছে র্যা ব-১২ সদস্যরা

 

সোমবার (২৬ আগষ্ট) গভীর রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় মহাসড়কের উপর এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার ননদীপুর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী মোছাঃ তানজিলা (৩৯) ও একই থানার ফকিরপাড়া ধরেন্দা গ্রামের মো. হানিফের স্ত্রী মোছাঃ গুলশান আরা (৪২)।

 

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস্ অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ উসমান গণি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারী মাদক বিক্রেতাকে নেশা জাতীয় ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ২ টি মোবাইল ও নগদ ৮০০( আটশত) টাকা সহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন কেনাবেচা করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রায়গঞ্জ থানায় হস্তান্তর করা

হয়েছে।