বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে খোকন বাহিনীর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা মোক্তারুল করিম মোড়ল শামীম (৬৫) সহ অনেকে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম খোকন এই নেতৃত্বে নৃশংস ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দেশে অরাজকতা তৈরীর লক্ষে আওয়ামী লীগ বাহিনীর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা মোক্তারুল করিম মোড়ল শামীম। বিগত ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী দিয়ে দামিয়ে রেখেছিল বাংলার মানুষকে কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের সাথে টিকে থাকতে পারে নাই এই ফ্যাসিস্ট সরকার। এই সন্ত্রাসী বাহিনী দিয়ে রাষ্ট্রের ও সমাজে অন্যায় অবিচার ফিরিয়ে আনার অপচেষ্টায় আজকের এই হামলা শিকার হয়েছেন বিএনপি নেতারা। শামীম মোড়ল সাংবাদিকদের বলেন জাহাঙ্গীর আলম খোকন বাহিনী খুবই খারাপ, একদলবদ্ধ, দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক হিসাবে পরিচিত। এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে প্রায় সময়ই দাঙ্গা হাঙ্গামা করিয়া বেড়ায়। এরই ধারাবাহিকতায় তারিখ অর্থাৎ ২২/০৯/২০২৪ ইং সকাল ১০.৩০ টার সময় আমি, আমার সঙ্গীয়- মেহেদী হাসান নাহিদ (২০), শ্যামল (২৭), জিহাদ ওরফে জেমি (২৪) গণ বারতোপা বাজারে ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তায় পৌছা মাত্রই পূর্ব থেকে উৎপাতিয়া থাকা উক্ত সন্ত্রাসী বাহিনী ৩০/৩৫ জন পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে রাজনৈতিক বিষয়াদীকে কেন্দ্র করিয়া ধারালো দা, লাঠি, লোহার রড, -চাপাতি, হকিস্টিক ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্র সহ পিস্তল নিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং জাহাঙ্গীর আলম খোকন উপস্থিতিতে সকল সন্ত্রাসীরা এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয় ও লাঠি, লোহার রড, হকিস্টিক দিয়া মৃত্যুর লক্ষ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। আমাদের ডাক চিৎকারে এলাকার জনতা এগিয়ে আসলে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। ঘটনার বিস্তারিত জানার জন্য জাহাঙ্গীর আলম খোকনকে 01720235656 এই নাম্বারে বারবার ফোন দেওয়া হলে ফোন রিসিভ করেনি। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবদীন সাংবাদিকদের বলেন এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
MPO11 adalah situs slot gacor 2024 gampang menang yang memiliki permainan terlengkap & bocoran slot gacor hari ini.