নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের সদর উপজেলার পৌরসভা ও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ পার্বতীনগর, লাহারকান্দি, শাকচর, চর রমনীমোহন, টুমচর, তেওয়ারীগঞ্জ, ভবানীগঞ্জ এই ইউনিয়ন কৃষকদের মাঝে ২’শ ৮০ পরিবারের মাঝে সরিষার বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ ও দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরিষা বীজ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের মাষ্টার ওয়ারেন্ট অফিসার জামাল।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি।
এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল, সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান ভূঁইয়া ও উপ-সহকারী কৃষি অফিসার’স দীপক দাস, জুবায়েল তামজিদ রাকিব, খাজা মো. মাইন উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. ফয়সাল, মো. হোসেন, আলতাফ হোসেন, অসক কুমার, মোহাম্মদ উল্যাহ, মো. মিলন এবং অন্যান্য সেনা
সদস্যরা।