1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
শিরবাম:
শিক্ষার্থীদের চোখে আগামীর বাংলাদেশ ও ছাত্র রাজনীতি কেমন হবে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শিশু -কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেদের মাঝে বিনামূল্যে  বীজ ও সার বিতরণ নওগাঁয় ধান ক্ষেতে পড়েছিল হাড় ও নাড়ি-ভুড়ি; মিলল পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ আওয়ামী লীগের নেতা সাঈদ পারভেজ আটক চিহ্নিত এক রাজনৈতিক দল শহীদদের সাথে বেইমানি করে ক্ষমতায় যেতে চায়: ফয়জুল করীম টেকসই কৃষি উন্নয়নে তারেক রহমানের ভাবনা তারেক রহমান একদিকে কৃষকদের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছেন হিলি বাজার পরিদর্শনে দিনাজপুর জেলা প্রশাসক। আমদানি রফতানিকারকদের সাথে মতবিনিময়। নওগাঁ জেলা ও সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের নব গঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৬ Time View

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ পৌর শহরের অন্যতম বিদ্যাপীঠ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজে’র নব গঠিত এডহক গভর্নিং বডির কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান, বৈষম্য বিরোধী আন্দোলনকালে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ সিরাজগঞ্জের আয়োজনে,

বৃহস্পতিবার (৭ নভেম্বর-২০২৪) সকাল ১০ টায় অত্র ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এ কলেজের সার্বিক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। সকল শিক্ষার্থীদের ভালোভাবে সু-শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি ও খেয়াল রাখতে হবে। তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন-অর- রশিদ খান হাসান, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল ইসলাম মন্টু, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ।

। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তি, গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম সরকার শামীম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মোঃ ইস্রাফিল হাসান ও প্রভাষক আমেনা হাসান।

দাবি নিয়ে বক্তব্যে রাখেন, নন এমপিও শিক্ষক- কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক অত্র কলেজের প্রভাষক মোঃ রায়হান কবীর মিঠু এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, স্বীকৃতি প্রাপ্ত সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শর্তবিহীনভাবেএমপিভূক্ত করতে হবে। আমরা প্রায় ২৫ বছর যাবত অনেক শিক্ষক বিনা বেতনে চাকুরি করে আসছি

অনেকে অভাব-অনটনে রোগ শোকে মৃত্যু বরণ করেছেন। তার আর্থিক সহযোগিতা করবেন বলে আশা করছি।

এ অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ, অধ্যাপক সহকারী, সহযোগী অধ্যাপক, প্রভাষকগণ, সকল শিক্ষক, শিক্ষার্থীগণ, অভিভাবকদের একাংশ, এডহক কমিটির সকল সদস্যরা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা ও এলাকার সুধীজন, গুণীজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews