নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে এ অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ।
জেলা প্রশাসন জানায়, গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫৮ জন। শহীদদের পরিবার ও আহতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রতি শহীদের পরিবারকে ১০ হাজার ও আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহীদ পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।’
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের কাজ করছে পুলিশ। এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্য
বস্থা নেওয়া হবে।’