জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া(৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১১ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী নয়ন মিয়া তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী নয়ন মিয়ার নিজবাড়ী থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার(১২ জানুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা র
য়েছে।