গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি ( দিনাজপুর) সংবাদদাতা।
দিনাজপুরের হাকিমপুর উপজেলা ৩নং আলীহাট ইউনিয়ন ওর্য়াড বিএনপির যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪ টায় জাংগই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলীহাট ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রেজা বিপুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, উপজেলা ছাত্রদলের আবরায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেনসহ অনেকে।
যৌথ কর্মী সম্মেলনের আগে জাংগই বাজারে বিএনপির রাষ্ট্রকাঠামো ৩১ দফা মেরামতের লক্ষে পথচারী ভ্যান চাল ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।