আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
হযরত শাহ সুফি আফজাল শাহ্ (রঃ) স্মরণে দাদা পীর হযরত শাহ্ শরীফ জিন্দানী (রঃ) প্রতি ভক্তি ও শ্রদ্ধা রেখে তৃতীয় পবিত্র ওরশ শরীফ -২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে জিকির মাহফিল ও বাউল বিচ্ছেদ গান পরিবেশন করা হয়। এ অনুষ্ঠান মোঃ আব্দুল মান্নান সেখ এর আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এস.এম.আল-আমিন হুসাইন সঞ্চালনায়,
গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়িয়া পূর্ব পাড়া মোঃ আব্দুল মান্নান সেখ এর বাড়িতে উক্ত অনুষ্ঠানে মনোমুগ্ধকর বিচ্ছেদ গান পরিবেশন করেন, বাউল শিল্পী লিমা, বাউল আঁখী বাউল পায়েল সহ অন্যান্য শিল্লীরা বাউল গান পরিবেশন করেন।