1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরবাম:
সিরাজগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত  উলিপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু ধর্ষকের শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে শিক্ষার্থীদের লাল কার্ড রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  লক্ষ্মীপুরে ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা উলিপুরে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রদল নেতা এস.এম. জুয়েল রানা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার নয়ারহাটে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত! আশুলিয়া থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে গণমাধ্যমকর্মী!

আশুলিয়ার নয়ারহাটে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত!

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে দোকান মালিক ব্যবসায়ী নিহত হয়েছেন।

 

রবিবার ৯ মার্চ ২০২৫ইং দিবাগত রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময়ে বিশিষ্ট ব্যবসায়ী নিহত হোন, নিহত দিলীপ দাস (৫২) আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী স্বপ্না বেগম বলেন, রাতে তারাবির নামাজের সময় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিলো। তখন আমি বাজারে ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তাঁর দোকান বন্ধ করছিলেন, পাশেই তাঁর স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ৪জন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে, তখন ওই দোকানের সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তিনি আরো বলেন,পরে ৪জন দুর্বৃত্ত দিলীপকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় দোকান মালিকের স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত ডাকাতরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও লুট হওয়া নগদ টাকাসহ স্বর্ণালংকার জিনিসপত্রের পরিমাণ জানাতে পারেননি।

 

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, ককটেল ফাটিয়ে দোকান মালিককে কুপিয়ে একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে কী পরিমাণ স্বর্ণ বা টাকা লুট হয়েছে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

 

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের এমারজেন্সিতে নেওয়া হয়েছিল। তাঁর শরীরে রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেওয়ার সময়েই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, এর আগেও উক্ত নয়ারহাট এলাকায় প্রায় ১৫-১৬টি স্বর্ণের দোকানে গণডাকাতির ঘটনা ঘটেছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews