নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী এক বছরের জন্য গঠিত হয়েছে এ নতুন কমিটি। এর সভাপতি নির্বাচিত হয়েছেন রাকিব আহম্মেদ এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক রাহাত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানকে প্রধান উপদেষ্টা করে গঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক ড. আমজাদ হোসেন, প্রভাষক মো. আশরাফুল হাবীব, ডেপুটি রেজিস্ট্রার মো. নূরে কামাল পিংকু ও মো. ইব্রাহিমসহ আরও অনেকে।
সমিতির সদ্য সাবেক সভাপতি মাসুম বিল্লাহ সিয়াম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাশেদ ভূঁইয়া, তারেক হাসান অয়ন, ফাতেহা হোসাইন জেসি, ফারিহা নিহা, সৈকত ইসলাম, ইমতিয়াজ আহমেদ নিলয়, ফাতিজুন ইশা, মাহারুন ফেরদৌস প্রভা, আবদুল্লাহ আল জুবায়ের।
যুগ্ম সাধারণ সম্পাদক- নাহিদুল ইসলাম, রায়হান দেওয়ান, আশরাফুল এ মাহি, তানজিনা রশিদ, মুনতাহা আফরোজ, প্রত্যাশা প্রথা, জান্নাতুল মাওয়া ফারিয়া, জাহাঙ্গীর আলম।
সাংগঠনিক সম্পাদক- মো. সোহেল রানা, নাদিম মাহমুদ, নাজমুল হোসেন অপূর্ব, রাফিয়া ইসলাম নাজিয়া, তারেক আজিজ, ফারিহা সুলতানা ফারিন, ইসমাইল হোসেন শিহাব, মেহেরুন নেসা।
সহ-সম্পাদক শাহনাজ ফেরদৌস জিনিয়া। দপ্তর সম্পাদক কামরুল হাসান, উপ-দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম সাগর।
প্রচার সম্পাদক মোসারেফ বিল্লাহ সিফাত, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আজগর, কোষাধ্যক্ষ সানিম আহমেদ, উপ-কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান শিফাত।
অন্যান্য সম্পাদকরা হলেন- ক্রীড়া বিষয়ক সম্পাদক তানজিল হায়দার স্পর্শ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈকত আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক চৈতী বিশ্বাস, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুন নূর তিশা, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক সাদমান নিহাল জিলানী, সমাজসেবা বিষয়ক সম্পাদক, ফারহান তানভীর, পরিবেশ বিষয়ক সম্পাদক নাফিয এমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন।
সদস্যরা হলেন- সৌরভ ভূঁইয়া, আবদুল্লাহ আল ফাহাদ, আজমাইন ফাইক আবরার, অন্তু নাথ, ফাইরুজ ফাতিমা লাবিবা, ইকবাল হোসেন শিহাব, জাহিদুল ইসলাম, মাজেদা আক্তার মিতু, মেহরাজ হাসান, সাদিয়া রিজু, তানজিবা নাহিয়ান, উপমা সারোয়ার, ওয়াসিমা জাহান, জিনাত জাহান।
উপদেষ্টা পরিষদ: মাহফুজুর রহমান, মতিউর রহমান হিক, ইব্রাহিম খলিল বিপ্লব, আমিনুল ইসলাম, ইখতিয়ার আহমেদ ইকতি, মোহাম্মদ রাজু, মাকসুদুর রহমান, হারেস ভূঁইয়া ফরহাদ, লুৎফুল আল মাহদি অনি, রোজাউল আমিন, মাহফুজুর রহমান, সাইদুল ইসলাম, সাইদুর রহমান বুলবুল।
নতুন নেতৃত্ব সমিতির কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।