1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরবাম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্থান পরিদর্শন সন্ধি’র উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর বর্বর  হত্যার প্রতিবাদের  মানববন্ধন চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মুসল্লিদের অবস্থান কর্মসূচি মহেশখালী কক্সবাজার নৌ রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক সি ট্রাক চলাচল শুরু  পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা দরিদ্র শিশুদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা যশোরের ঘোড়াগাছা গ্রামে আফিল লেয়ার মুরগির ফার্মে অগ্নিকাণ্ড সাতক্ষীরায় ‌বৃষ্টিতে ভিজে কারিগরি শিক্ষার্থীদের আবারো বিক্ষোভ সমাজ থেকে বিভেদ দুর করতে আমরা একসাথে কাজ করার আহ্বান: মাসুদ হাসান তুহিন 

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় শিয়ালকোলে  রোপনকৃত তালগাছের চারাগুলো দ্রুত বেড়ে উঠছে 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ পরিবেশরক্ষায় আগামীপ্রজন্মদেরকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে,  ছায়াময় পাতা ছড়িয়ে দিতে এবং তালফলের চাহিদা মেটানোর জন্য   ২০২২-২৩ অর্থবছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে- গত ৮ জুন-২০২৩ তারিখে সিরাজগঞ্জ  সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের   উত্তর সারটিয়া গ্রামের রাস্তা হতে কান্দাপাড়া রাস্তা পর্যন্ত এক কিলোমিটার রাস্তায়   ৪’ শতাধিক  তাল গাছের চারা রোপন  করার পর হতে পরিচর্যা  করা হয়।  ইতিমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এসব তালগাছের চারাগুলো বেশদ্রুত বেড়ে উঠছে ফলে প্রাকৃতিক পরিবেশকে বেশ সৌন্দর্য মন্ডিত করে  তুলেছে। পরিবেশরায় এমন উদ্যোগ ভূমিকা রাখতে পরে

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত বলেন, গত ৮ জুন-২০২৪ তারিখে তালগাছের চারাগুলো রোপণ করা হয়। রোপনকালে  চারাগুলোকে সুরক্ষা করতে নেট দিয়ে ঘিরে দেওয়া হয় এবং নিয়মিত পরিচর্যা করা  অব্যাহত রয়েছে ।  স্থানীয়রা চারা গাছগুলো প্রতি সুদৃষ্টি  রাখলে চারাগাছগুলো আরো ভালভাবেই বৃদ্ধি পাবে । এজন্য অত্র এলাকার সর্বস্তরের মানুষের সুদৃষ্টি কামনা করি।

তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। তালগাছ একটি ওষুধি গুন সম্পন্ন ফল।এগাছ ভূমি রক্ষা করে  সহজে ঝড়ে ভাঙ্গেনা ফসলের শেল্টার বেল্ট হিসেবে কাজ করে। এগাছ বড় হলে এলাকার অনেকে  ফলখেতে পারবে ।

শিয়ালকোল  ইউপি  চেয়ারম্যান শেখ মোঃ  সেলিম রেজা জানান যে, আমি সাথে থেকে ৪’ শতাধিক  তালগাছের চারা রোপন করি এখন চারা গাছ গুলো এখন বেশ বৃদ্ধি পাচ্ছে। আমি নিজেও পরিচর্যা করি।

ইউপি সদস্য মোঃ  হযরত আলী জানান যে, আমাদের ওয়ার্ডের উত্তর সারটিয়া  রাস্তার দু’পাশ জুড়ে  ১ কিলোমিটার জুড়ে লাগানো   তালগাছগুলো এখন বড় হচ্ছে। আমি নিজে ও প্রায় নিয়মিত দৃষ্টি রাখি এবং পরিচর্যা  করতে অন্য জনসাধারণকে উৎসাহিত করে থাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews