
কক্সবাজারে মার্কিন নারীকে যৌন হেনস্তায় এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেলে জেলা শহরের ঝাউতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক (৩০)। যুবকটি শহরের মহাজের পাড়ার এলাকার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশের তথ্য বলছে, তারেকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ আছে। ২০২২ সালে কক্সবাজারে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিনি আটক হন। পরে সমঝোতায় জেল থেকে ছাড়া পান।
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন জানান, সোমবার সকাল ১০টার দিকে ওই মার্কিন নারী এক সহকর্মীকে নিয়ে শহরের সার্কিট হাউজের প্রধান সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তারেক তাকে শ্লীলতাহানি করেন। পরে ওই নারী বিষয়টি পুলিশে জানালে অভিযুক্তকে আটক করা হয়।