আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ মার্চ) সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডস্থ ডব্লিউ এফ রেস্টুরেন্ট কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সরকারের সঞ্চালনায় ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস,ডা. মাহবুবুল আলম,সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার উপদেষ্টা ডা.এম হাকিম বাবু,ফুলজোর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলী সেখ, ঘোনা কুচিয়ামার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হাসান,সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার উপদেষ্টা আব্দুল হাকিম, ডা.আমিনুল ইসলাম মাসুম,এডিশনাল পিপি দেলোওয়ার হোসেন মন্টু,সলঙ্গা প্রেসক্লাব ও ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ এম দুলাল উদ্দিন আহমেদ, সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর আলী নেওয়াজ ও সিরাজগঞ্জ আলিয়া মাদরাসার মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার গর্বিত কৃতিসন্তান তাড়াশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শেষে বিশেষ দোয়া করা
হয়।