চিলমারীতে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার


jahid Hossain প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন /
চিলমারীতে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলার রমনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা ফয়জার রহমান (৬০)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা ফয়জার রহমানকে গ্রেপ্তার করা হয়।

বুধবার(১৯ মার্চ) দুপুরে চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।