
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার (২৬ মার্চ২০২৫) নজিপুর পাবলিক মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথর বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মোঃ সামসুজ্জোহা খান জোহা।
পত্নীতলা উপজেলা বিএনপি’র সভাপতি আক্কাস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, নজিপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. ওয়াজেদ আলী, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, যুবদল নেতা বায়জিদ রায়হান শাহীন, পৌর বিএনপির এ জেড মিজান জেলা উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামসুজ্জোহা খান জোহা বলেন, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনা করি। দেশের এই ক্রান্তিকালে দলের সকল নেতা-কর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রেখে রাজপথে সোচ্চার ভূমিকা রাখতে হবে।’’
এ সময় বিশেষ অতিথি ও নেতৃবৃন্দ বিএনপির চলমান আন্দোলন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের কঠোর সমালোচনা করেন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল ওয়াদুদ, দোয়া শেষে অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত নেতা-কর্মী হাজার হাজার মানুষের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।