
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে কুচকাওয়াজ, সম্মাননা স্মারক প্রদান এবং বীর মুক্তিয়োদ্ধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ বিজয় সৌধে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসক সিরাজগঞ্জ কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় মোনাজাত ও প্রার্থনা করা হয়। সকল হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম,ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্র সমূহে বিশেষ খাবার পরিবেশন করা হয়। প্রধান প্রধান সড়ক সড়কদ্বীপ সমূহে জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।
রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ করা হয়। শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা করা হয়। সরকারি ও বেসরকারি / স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর, শিশুদের জন্য,জনসাধারণের জন্য বিনোদনমূলক স্থান সমুহ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয় এবং উন্মুক্ত স্থানে প্রামাণ্য চলচ্চিত্র, এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ শেষে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, সিরাজগঞ্জে বীর মুক্তিয়োদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালিন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং বীর শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জের নানা কর্মসূচি’র আয়োজনে,
বুধবার (২৬ মার্চ) সিরাজগঞ্জ জেলা শহরে শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ।
এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গুণীজন, সুধীজন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।