উলিপুরে মসজিদের মটর চুরির মূলহোতা গ্রেফতার, মালামাল উদ্ধার


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ২:১৪ অপরাহ্ন / ২৭১
উলিপুরে মসজিদের মটর চুরির মূলহোতা গ্রেফতার, মালামাল উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মসজিদের মটর চুরির মূলহোতা মইনুল ইসলাম মুরাদ(২১)কে গ্রেফতার করেছে পুলিশ। সে দুর্গাপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের লিয়াকত আলীর পুত্র।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার দুর্গাপুর কুঠিরপার পাতারীবাড়ি জামে মসজিদের পানি উঠানোর মটর চুরি হয়ে যায়। পরে খবর পেয়ে উলিপুর থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স রাতভর অভিযান চালিয়ে কামারপাড়া এলাকা থেকে চুরির মূলহোতা মইনুল ইসলাম মুরাদকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মটর উদ্ধার করা হয়।
শুক্রবার(১৫ সেপ্টম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, চুরির মূলহোতা মইনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।