টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাইস্তা নয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ তালুকদারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নারান্দিয়া টেনুরাম-ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলকাবাসী ও স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা আব্দুল আজিজ তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল আজিজ তালুকদানের চার মেয়ে আনিকা, মীম, মিতু মরিয়ম। বড় মেয়ে আনিকা বলেন, আমার বাবার সাথে আমাদের সেচপাম্প নিয়ে প্রায় দুই বছর ধরে একই গ্রামের আসাদুল, আসলাম, আজাদ ও নগরবাড়ী গ্রামের রাজু ও দুলালদের সাথে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় তারা গত ১৩ জানুয়ারি আমার বাবা সেচপাম্পে গেলে আসামীরা মারপিট করলে ১৪ জানুয়ারি হাসপাতালে বাবা মারা যান। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের হলে ১নং আসামী আসাদুলকে গ্রেফতার করলেও বাকি আসামীদের এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। আমাদের কোন ভাই না থাকায় আসামীরা মামলা তুলে নিতে আমাদের চার বোনকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রশাসনের নিকট আসামীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির জোড় দাবি জানান এলাকাবাসী।