1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরবাম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্থান পরিদর্শন সন্ধি’র উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর বর্বর  হত্যার প্রতিবাদের  মানববন্ধন চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মুসল্লিদের অবস্থান কর্মসূচি মহেশখালী কক্সবাজার নৌ রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক সি ট্রাক চলাচল শুরু  পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা দরিদ্র শিশুদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা যশোরের ঘোড়াগাছা গ্রামে আফিল লেয়ার মুরগির ফার্মে অগ্নিকাণ্ড সাতক্ষীরায় ‌বৃষ্টিতে ভিজে কারিগরি শিক্ষার্থীদের আবারো বিক্ষোভ সমাজ থেকে বিভেদ দুর করতে আমরা একসাথে কাজ করার আহ্বান: মাসুদ হাসান তুহিন 

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি ও গ্রাহক হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র-জনতা।

বুধবার (৯ এপ্রিল ২০২৫ইং) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, আশুলিয়ার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ্যমে ভূমি রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানি করে আসছিলেন এবং ঘুষ গ্রহণের মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায় করছিলেন।

এ ঘটনায় স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করে এবং তারা বলেন, “এ ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে এবং প্রতিটি গ্রাহককে সঠিকভাবে সেবা প্রদান করতে হবে।” তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া, ছাত্র-জনতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “অন্যথায়, দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারকে আশুলিয়ায় আর কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না।”

এদিনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মো. তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহ্বায়ক সৈয়দ ইমন, সদস্য সচিব মো. শান্ত এবং স্থানীয় ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews