আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র নানা আয়োজনে, বর্ষবরণ-১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ আনন্দঘন উৎসব মূখর পরিবেশে পালন করা হয়।
১৪৩২-বঙ্গাব্দ নববর্ষ সোমবার (১৪ এপ্রিল) সকালে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস থেকে কলেজের সকল শিক্ষক- কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা গ্রাম-বাংলার ঐতিহ্য চিত্র ধারণ করে, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ উল্লাসের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রদর্শন করে এসে কলেজে শিক্ষক মিলনায়তনে পান্তা ভাত, কাঁচা মরিচ,পিঁয়াজ এবং বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে বৈশাখী ভোজ খাওয়ানো হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করার পর মনোমুগ্ধকর আবৃত্তি, সংগীত এবং ফ্যাশান শো পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উদ্বোধক ও প্রধান অতিথি রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন, নববর্ষ বরণ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এইচ এম ইদ্রিস সহ সদস্যরা।
এ সময়ে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক , প্রভাষক, কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।