আশুলিয়ায় সরকারি তিতাস গ্যাসের ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন!
ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা, জামগড়া ও বাংলাবাজার এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিশেষ অভিযানে ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের প্রকৌশলী আবু সালেহ মো. খাদেমুদ্দিন।
তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, শিমুলতলা এলাকার বিভিন্ন বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। গোপনে পাইপলাইন থেকে সংযোগ নিয়ে রান্নার কাজে ব্যবহার ছাড়াও কিছু কারখানাতেও গ্যাসের অপব্যবহার হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযানে অংশ নেওয়া তিতাসের নির্বাহী প্রকৌশলী মো. আমির হোসেন বলেন, “শিমুলতলায় অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে জামগড়া ও শিমুলতলায় ১৫০টিরও বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও বাংলাবাজার এলাকায় প্রায় ৩ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”
তিনি আরও জানান, এসব সংযোগে ব্যবহৃত পাইপ, চুলা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। অনেক জায়গায় একাধিকবার একই সংযোগ বিচ্ছিন্ন করার পর আবারও অবৈধভাবে সংযোগ দেওয়া হচ্ছে, যা রীতিমতো চোর-পুলিশ খেলার মতো পরিস্থিতি তৈরি করেছে।