হেলাল শেখ, আশুলিয়া:
ঢাকার আশুলিয়ায় এক নারীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তাকে গলা কেটে হত্যার পর ঘরের ভেতর আগুন লাগিয়ে পালিয়ে গেছে তার স্বামী। নিহত নারীর নাম মোছা. রোকসানা আক্তার (২৫)। তিনি একজন পোশাক শ্রমিক ছিলেন।
রোববার (২০ এপ্রিল) সকালে আশুলিয়ার টংগাবাড়ি এলাকার কালাম মাদবরের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহাগ (পেশায় পিকআপ চালক) পলাতক রয়েছেন। তারা ঐ বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন।
প্রতিবেশীদের বরাতে পুলিশ জানায়, সকালে ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসেন। পরে তারা কক্ষের ভিতরে রোকসানার অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাকে গলা কেটে হত্যা করে আগুনে পুড়িয়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বোন এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন ওসি।
পলাতক সোহাগকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।