সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ সদর উপজেলা কৃষি অফিসের সন্মুখে উক্ত মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উদ্বোধক অনুষ্ঠানের প্রধান অতিথি , জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার । পরে উদ্বোধক ও প্রধান অতিথিরা মেলার ২০টি স্টলস্থল পরিদর্শন করেন।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ মশকর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত প্রমুখ ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোনো বিকল্প নেই। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি করার লক্ষ্যে এ মেলার আয়োজন৷
এসময়ে মেলায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাইদী রহমান, মারুফ আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপ-সহকারী কৃষি অফিসার এমরান হোসেন খান, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, এস.এম. শাহীন আলম, এস.এম. মেহেদী হাসান, উজ্জ্বল কুমার রাজবংশী, ধীরেন্দ্র নাথ বিশ্বাস, ইব্রাহিম হোসেন, বদিউজ্জামান, সিরাজুল ইসলাম, রাকিবুল ইসলাম, পতিত পাবন রায়, তানিম মিয়া, মুনতাসীর আল হাসনাইন, আলীমুল হক, উচ্চমান সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান, অফিস সহকারী মোছাঃ নূরজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ মেলায় উপ-পরিচালক কার্যালয়, ডিএই সিরাজগঞ্জ এর স্টল প্রদর্শন করে।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত এর নির্দেশায় মেলার স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, পারিবারিক পুষ্টি বাগান, পলিনেট হাউজ, ধান জমি প্রদর্শন, সবজি বাগান, হলুদ আঠালো ফাদ, পুষ্টিকর শাকসবজি প্রদর্শন, পুষ্টি নিরাপত্তা মডেল বাগান প্রদর্শন, ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রভৃতি প্রদর্শন করা এবং পরামর্শ দেওয়া হয়।
কামারখন্দ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন এর নির্দেশনা মেলায় স্থাপিত স্টলে বিষমুক্ত ফল সবজী প্রদর্শন, বেলকুচি উপজেলা কৃষি অফিসের স্টলে প্রদর্শন করা হয়- তেল নিষ্কাশন, ট্রেতে ধানের চারা উৎপাদন, ভার্মিকম্পোস্ট উৎপাদন, প্রাচীন ও আধুনিক পদ্ধতিতে বীজ সংরক্ষণ প্রদর্শন, স্টবে মরিচ চাষ, মানকচু, সূর্য ফুলবীজ প্রদর্শন, যান্ত্রিক পদ্ধতিতে বিষমুক্ত সবজী উৎপাদন সহ বিভিন্ন ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধি করা সহ পরামর্শ দেওয়া হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমিন সুমী’র নির্দেশে -উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম সমলয় পদ্ধতিতে ধানচাষ, কিয়স্ক মেশিন ব্যবহার , সয়েলটেষ্টিং কিট ব্যবহার হাতে কলমে প্রদর্শন। বারটান স্টলে -খাদ্য পিরামিড, বিভিন্ন ধরনের লিফলেট, বিএআই ও পুষ্টি বিষয়ক পরামর্শ, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি স্টলে প্রদর্শন – বিভিন্ন ধরনের চারা কলম গাছ প্রদর্শন, কৃষি সরঞ্জামাদি প্রদর্শন, এনডিপির স্টলে -কোকোডাস্ট মিডিয়ায় তৈরি বিভিন্ন চারা, ভার্মিকম্পোস্ট জৈব সার প্রদর্শন, সেক্স ফেরোমন ফাঁদ, মায়ের দোয়া, আশেকে নার্সারি, রাব্বি নার্সারি, তাহসান নার্সারি, নার্সারিতে প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের ফুল-ফুল, ঔষধী গাছের চারা প্রদর্শন, হাসি-খুশি নার্সারি স্টলে- স্মার্ট ভার্মি কম্পোস্ট সার প্যাকেট প্রদর্শন, ঢাকা বীজ ভান্ডার, মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিঃ,সিনজেনটা বাংলাদেশ লিঃ, ব্র্যাক ইউডিপি ক্লাইমেন্ট এডাপটিভ আরবান এগ্রিকালচার প্রজেক্ট, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জ এর স্টল, ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জ এর স্টল প্রদর্শন করে। ধানের উন্নত জাত, কৃষকদের উৎপাদিত পণ্য, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এছাড়াও নার্সারির মালিকরা বিভিন্ন গাছের চারা নিয়ে এ মেলায় এসেছে।
২১ এপ্রিল হতে ২৩ এপ্রিল-২০২৫ খ্রিঃ পর্যন্ত মেলা চলবে ।প্রতিদিন সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে বলে জানা যায় ।