
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা বাপ্পারাজের আজ জন্মদিন। এদিনে তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
বাপ্পারাজ ১৯৮০ ও ৯০-এর দশকে ঢাকাই সিনেমার এক জনপ্রিয় নাম। কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের ছেলে হিসেবে তিনি ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতে বেড়ে উঠেছেন। অভিনয়ে আসেন ১৯৮৬ সালে, ‘চাপাডাঙ্গার বউ’ ছবির মাধ্যমে। এরপর একে একে উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা।
শুধু অভিনয় নয়, পরবর্তীতে পরিচালনায়ও নিজেকে যুক্ত করেন বাপ্পারাজ। তার নির্মিত চলচ্চিত্রগুলোতেও উঠে এসেছে জীবনের নানা বাস্তবতা ও সমাজের চিত্র।
এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে শুভেচ্ছার জোয়ার বইছে। অনেকেই স্মরণ করছেন তার অভিনীত জনপ্রিয় চরিত্র ও সিনেমাগুলোর কথা।
চলচ্চিত্রাঙ্গনে বাপ্পারাজের অবদান বরাবরই প্রশংসিত হয়েছে। তার এই বিশেষ দিনে “দৈনিক সকালের বাংলা” পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :