আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জেলা প্রশাসক সিরাজগঞ্জ এর সহায়তায় বেলকুচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলকুচি উপজেলার পরিষদ সভাকক্ষে হতে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা প্রমুখ । আরও উপস্থিত ছিলেন, সুবিধা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক এবং শিক্ষার্থীরা।