ডেস্ক রিপোর্ট, দৈনিক সকালের বাংলা
চলতি এপ্রিল মাসের শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় এই শুভ অনুষ্ঠান।
বিয়ের পর বেশ প্রাণবন্ত সময় কাটাচ্ছেন নতুন দম্পতি। নাটকে একসঙ্গে কাজ করতে গিয়েই পরিচয়, সেখান থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব এবং ধীরে ধীরে ভালো লাগা।
সম্প্রতি অনুষ্ঠিত ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নির্বাচনে ভোট দিতে গিয়ে স্ত্রী মুনমুন গণমাধ্যমকে জানান তাদের প্রেমের শুরুটা। মুনমুন বলেন, “আমরা একে অপরকে আপনি করে বলতাম। একদিন হঠাৎ জামিল বললো, ‘আপা চলেন প্রেম করি।’ প্রথমে অবাক হলেও পরে রাজি হয়ে যাই।”
মীরাক্কেল প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জামিল। এরপর নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে নিজেকে সফলভাবে তুলে ধরেছেন।
অন্যদিকে, বিজ্ঞাপন জগত দিয়ে ক্যারিয়ার শুরু করা মুনমুন কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। অভিনয় করেছেন একাধিক নাটকে, যেখানে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন সাবলীল অভিনয়ের মাধ্যমে।
ঢাকায় বেড়ে ওঠা মুনমুন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করে ২০১৭ সালে মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এছাড়া ‘কাগজ’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
নতুন এই জুটির ব্যক্তিগত ও পেশাগত জীবনের মেলবন্ধন তাদের ভক্তদের মাঝেও সাড়া ফেলেছে। অনেকেই দোয়া করছেন তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য।