নওগাঁয় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ


সকালের বাংলা প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ১:১১ অপরাহ্ন /
নওগাঁয় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ

 

সজিব হোসেন, নওগাঁ প্রতিনিধি : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষনের।

বুধবার সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সদস্য ও মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষনের কোচ এনামুল হক, সদস্য সুমন আলীসহ অন্যান্যরা।

 

আয়োজকরা জানান, মাস ব্যাপী চলা এই ফুটবল প্রশিক্ষনে জেলার ১১টি উপজেলার ৪০জন বালক অংশ নিচ্ছে। প্রশিক্ষন চলাকালে তাদের থাকা খাওয়া ফ্রি। এছাড়াও এই প্রশিক্ষনের মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকে খেলায়োর বাছাই করে বিভাগীয় পর্যায়ে খেলা

নো হবে।