কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মহান আল্লাহ তায়ালা ও নবী-রাসুলদের নিয়ে কটুক্তির অভিযোগে আব্দুল হান্নান মিয়া(৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান মিয়া প্রায় আট বছর আগে খ্রিস্টান ধর্ম গ্রহন করেন। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকার দেলওয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, আব্দুল হান্নান মিয়া তার ‘Hanan Hamad’ নামক ফেসবুক আইডি থেকে আল্লাহ ও নবী-রাসুলদের কটুক্তি করে একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে আব্দুল হান্নান মিয়াকে গ্রেপ্তার করেন।
শুক্রবার(৯ মে) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার আব্দুল হান্নান মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।